সাতক্ষীরায় কর্মী সম্মেলনে ডা.শফিকুর রহমান আকাশে কালো শকুন উড়ছে এদের সুযোগ দেওয়া যাবে না

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, দেশের আকাশে কালো মেঘ জমেছে। আকাশে কালো শকুন উড়তে দেখা যাচ্ছে। তাদেরকে কোনরকম সুযোগ দেওয়া যাবে না।
শনিবার সাতক্ষীরা জেলার ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, কুরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে বাংলাদেশের কোনো জেলা এতো জীবন এবং রক্ত দেয়নি। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে সাতক্ষীরার মর্যাদা অনন্য উচ্চতায়।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি দেশ চাই, যেখানে মা -বোনেরা ঘরে এবং বাইরে নিরাপদে থাকবে। তারা কর্মস্থল এবং রাস্তাঘাটে সুরক্ষা পাবেন. নিরাপদে থাকবেন। দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। নবী যুদ্ধক্ষেত্রেও নারীদের যুক্ত করেছেন। তিনি ইতিহাস টেনে বলেন. বিশেষ করে বদরের যুদ্ধের কঠিন দিনে তিনি নারীকে যুক্ত করেছেন। যখন কাফেররা খুব কাছাকাছি চলে এসেছিল হত্যা করার জন্য। যখন পুরুষযোদ্ধারা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। নবীকে চারদিক থেকে আঘাত আসা ফিরিয়েছেন মুসাইবা (রা.)। আমাদের প্রতিপক্ষ অপপ্রচার চালায়, নারীকে বন্দী করে রাখবে। কারো ওপর জোর খাটানো হবে না। এদেশে অন্য ধর্মের মানুষ বসবাস করে। অন্য ধর্মের মানুষকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হবে না। মন্দির গির্জা পাহারা লাগবে না। বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেদ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জেলা নায়েবে আমির নুরুল হুদা, ডা. মাহমুদুর হক, খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, খুলনা মহানগর আমির অধ্যাপক মাফুজুর রহমান,বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম প্রমুখ। কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।