পাইকগাছায় পাখি শিকার রোধে বিলবোর্ড স্থাপন

0

 

এইচএম শফিউল ইসলাম, কপিলমুনি (খুলনা) ॥ খুলনার পাইকগাছা উপজেলায় পাখি শিকার রোধে গণসচেতনামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবির উদ্যেগে ও পাইকগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাজারখোলায় শিকারী ও অসাধুদের সতর্ক করতে এই বিলবোর্ড স্থাপন করা হয়।
শনিবার বিকেলে উপজেলার গদাইপুর খেলার মাঠ, স্কুল সংলগ্ন বাজার খোলায় মেইন রোডের পাশে বিলবোর্ড স্থাপন করা হয়। পাখিসহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দ-নীয় অপরাধ সংবলিত গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে। বিলবোর্ড স্থাপন করার সময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দীকি, লিনজা আক্তার মিথিলা, পূষ্পিতা শীল জ্যোতি, খালিদ হোসেন, পরিবেশ কর্মী কার্তিক বাছাড়, গনেশ দাস প্রমুখ।
বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দ-নীয় অপরাধ। পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদ- এবং ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।