যশোর চেম্বার অব কমার্সের পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তরও করা হয়। শনিবার রাতে যশোর ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি সভা ও কার্যভার সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন ও মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক মকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ সৈয়দ শাহজাহান আলী খোকন, নির্বাহী পরিষদের সদস্য গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, নুরুজ্জামান লিটন, আবদুল হামিদ চাকলাদার ইদুল, কাশেদুজ্জামান সেলিম, শ্যামল দাস, খায়রুল কবীর, ইসমাইল হোসেন মিলন, নূর আলম পাটোয়ারি, সাইফুল ইসলাম লিটন ও রেজাউল করিমসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।