রাতে থানায় অবস্থান যশোরের খোলাডাঙ্গাবাসীর, খুনি ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবি

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরতলীর খোলাডাঙ্গার শতাধিক মানুষ মঙ্গলবার রাতে কোতয়ালি থানার সামনে অবস্থান নেন। তারা এসময় ব্যবসায়ী আমিনুল ইসলাম সজল হত্যায় জড়িত অন্য আসামি এবং মাদক ব্যবসায়ীদের আটকের দাবি করেন। রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত থানায় তাদেরকে অবস্থান করতে দেখা যায়।
এলাকাবাসীর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নিহত আমিনুল ইসলাম সজলের স্ত্রী আয়েশা খাতুন, এলাকার লোকমান হোসেন, শামীম আহমেদ, আব্দুস সাত্তার, আজহার আলী, মাহাবুর রহমান প্রমুখ।
তারা জানান, খোঁড়া কামরুল, লাবিব, টিটু, লিয়নসহ আরো বেশ কয়েকজন অপরাধী এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধের সাথে জড়িত। তাদের কারণে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ কারণে তাদের আটক ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।
কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, পুলিশ অপরাধীর আটকে পদক্ষেপ নিচ্ছে।