নওয়াপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ যশোরের নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। যশোর জিআরপি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও জিআরপি জানায়, রোববার সকাল ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল কমিউটার ট্রেনটি নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তার ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।এ ব্যাপারে যশোর জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।