শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ২ 

0
মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ)।।  ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের ভুলুনদিয়া গ্রাম থেকে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করেছে।
আটক দুই জন হচ্ছে ওই গ্রামের কানাই লালের ছেলে জুয়েল ও বলাইয়ের ছেলে রানা। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের কাছ থেকে  একটি দেশে তৈরি শর্ট গান, ধারালো  অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
শৈলকূপা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুম খান জানান যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে দেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করে অস্ত্র আইনে  নিয়মিত মামলা দিয়েছে।