মোরেলগঞ্জের সেই স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

0
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট)।। বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বদলি হয়েছেন।
১৩ নভেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে ৪৫.০১.০০০০.০০৪.২৫.০০১.২৪.১২১-৬৫৬ নং স্মারকে  এ স্বাস্থ্য কর্মকর্তাকে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বদলি করা হয়েছে।
 ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে  নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তার পদত্যাগ দাবি করে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছিলেন স্থানীয়রা। গত মাসে (১ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন  করেন স্থানীয় নারী-পুরুষ। এ সময় জনতা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও হাতে ঝাড়ু নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।