উচ্চ আদালতে রিভিউ করতে চান ডা. শামারুখের পিতা

0

 

স্টাফ রিপোর্টার॥ আওয়ামী লীগের সাবেক সংসদ খান টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীন শামার মৃত্যু রহস্য উদঘাটন করতে চান তার পিতা প্রকৌশলী নুরুল ইসলাম। একটি সুষ্পষ্ট হত্যাকে ক্ষমতার প্রভাবে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হয়েছে, এমন অভিযোগ করেন তিনি। তিনি মেয়ে ‘হত্যা’র বিচার নিশ্চিত করতে উচ্চ আদালতে রিভিউ করতে চান। গতকাল প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ তথ্য জানান। তিনি মনে করেন এখন সময় বদলেছে ন্যায় বিচার পাওয়ার পথও উন্মুক্ত হয়েছে।
২০১৪ সালের ১৩ নভেম্বর যশোর-৫ আসনের সাবেক সংসদ খান টিপু সুলতানের ধানমন্ডির বাসা থেকে তার পূত্রবধূ ডা. শামারুখ মাহজাবিন শামার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় শামার বাবা প্রকৌশলী নুরুল ইসলাম মেয়ের শ্বশুর খান টিপু সুলতান, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের ভিত্তিতে ময়নাতদন্ত, পুনঃময়নাতদন্ত করেও ঘটনার এক দশকেও রহস্যের জট খোলেনি। নিহত শামারুখের বাবার দাবি নিশ্চিত হত্যাকান্ডকে ক্ষমতার প্রভাবে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করে খুনিদের রক্ষা করা হচ্ছে।
সেই থেকে ১৩ নভেম্বর মৃত্যুদিনে তিনিসহ তার স্বজনরা বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন। এরই প্রেক্ষিতে বুধবার এ সংবাদ সম্মেলনের আহবান করা হয়।
সংবাদ সম্মেলনে নিহতের পিতা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পর দেশে কার্যত আইনের শাসন ফিরে এসেছে। একারনে আমি আমার মেয়ে হত্যার ন্যায় বিচার পাবো বলে প্রত্যাশা করছি।
তিনি বলেন, এতোদিন, ‘পুলিশ লীগ, এটর্নি লীগ, উকিল লীগ, বিচারক লীগ’ আমাকে কোথাও দাঁড়াতে দেয়নি। এখন সময় বদলেছে আশা করা যায় আমি ন্যায় বিচার পাবো। এজন্য সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে শামারুখ মাহজাবিনের পিতা প্রকৌশলী নুরুল ইসলাম, আইইডিবির যশোর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা হারুন অর রশীদ, আইইডিবির সাংগঠনিক সম্পাদক রুহল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে একই দাবিতে প্রেসক্লাব যশোরের সামনে মানবন্ধন হয়।