যশোরের রহেলাপুরে ইয়াবাসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাহফুজুর রহমান নামে ওই যুবক রহেলাপুরের মৃত মাসুদুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় রহেলাপুর গ্রামের ঈদগাহ পাড়ায় অভিযান চালিয়ে মাহফুজকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে যশোর কোতয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।