দোকানিকে সম্মোহিত করে ৪০ হাজার টাকা লুট

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ।। যশোরের বাঘারপাড়ায় এক ব্যবসায়ীকে সম্মোহিত করে নগদ ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার মহিরন এলাকার ব্র্যাক অফিস মোড়ে শফিয়ার রহমানের দোকানে এ ঘটনা ঘটে। শফিয়ার ধান, গম, পাট ও ভূষিমাল ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স সোহাগ আড়ৎ।
তিনি সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে দোকানে বসে থাকা অবস্থায় একটি নম্বরবিহীন সাদা প্রাইভেট কারে একজন চালক ও একজন যাত্রী নিয়ে পাশের দোকানের সামনে থামে। গাড়ি থেকে একজন স্মার্ট যুবক নেমে এসে শফিয়ারের কাছে একটি টেপ (কার্টন মোড়কের কাজে ব্যবহৃত) বিক্রির অনুরোধ জানান। তিনি আরবি ভাষায় কথা বলছিলেন। যুবকের অনুরোধে শফিয়ার ৩শ টাকায় টেপ বিক্রি করতে রাজি হলে ৫শ টাকার একটি নোট দেন যুবক। নোটটি হাতে নেওয়ার পর শফিয়ার নিজের বুদ্ধি হারিয়ে ফেলেন। একপর্যায়ে লাল রঙের হাজার টাকার নোট দোকানে আছে কি-না তা জানতে চান যুবকটি। যুবকটিও এসময় শফিয়ারের সঙ্গে ড্রয়ার খুঁজতে থাকেন। এখানেই ৪০হাজার টাকা রাখা ছিলো। এরপর গাড়িটি বাঘারপাড়া বাজারের দিকে কিছুদূর গিয়ে ফিরে এসে যশোরের দিকে চলে যায়। গাড়িটি চলে যাওয়ার দুই মিনিট পর শফিয়ার স্বাভাবিক হলে তিনি দেখেন দোকানের ড্রয়ারে রাখা তার ৪০হাজার টাকার বান্ডিলটি নেই।
তিনি আরও বলেন, আমার সামনেই সবকিছু ঘটলেও কোনো প্রতিবাদ করতে পারিনি। তিনি দোকানের ভেতর ঢুকে ক্যাশবাক্সে হাত দিলেও প্রতিবাদ করা যায়নি। তবে কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পেলে দেখি টাকা খোয়া গেছে। এ সময় তিনি অন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোনো অপরিচিতি ব্যক্তিকে দোকানের ভেতর ঢুকতে দেওয়া ঠিক নয়।