ঝিনাইদহে পৌরসভার নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় সেবা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ পৌরসভার নাগরিকরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। পাড়া মহল্লায় জমে আছে আবর্জনার স্তূপ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনভোগান্তি বেড়েছে। অবশ্য দ্রুত নাগরিবরা সেবা পাবেন বলে আশ্বস্ত করেছেন পৌর প্রশাসক।
পৌরসভার কাঞ্চননগর পাড়ার তৌফিকুল ইসলাম জানান, তার বাড়ির পাশে অবৈধভাবে মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি স্থাপনা তৈরি করছিলেন। তিনদিন ধরে পৌরসভায় ঘুরেও কাজ বন্ধের চিঠি দিতে পারেননি। পরে অবশ্য একজন প্রকৌশলী পাঠিয়ে কাজ বন্ধ করা হয়। হামদহ মোল্লা পাড়ার গৃহবধূ নাছিমা আক্তার অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর সনদ নিতে দিনের পর দিন ঘুরে হয়রানি হয়েছেন। একই পাড়ার তাছলিমা খাতুন অভিযোগ করেন, তার বাড়ির সামনে দুই মাস ধরে পানি জমে ছিল। পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ব্যাপারীপাড়া বাসিন্দা হাসান মাহমুদ জানান, তার বাড়ির সামনে প্রতিদিন মহল্লাবাসী আবর্জনা ফেলে রাখে। পৌরসভায় সংবাদ না দিলে ময়লা ফেলার গাড়ি আসে না। উপশহরপাড়ার বাসিন্দা মীরা বেগম জানান, তাদের পাড়ার সড়ক বাতি দুই মাস ধরে নষ্ট ছিল। পৌরসভায় একাধিকবার খবর দেওয়া পর সড়ক বাতি লাগানো হয়।
তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ শহরের প্রধান সমস্যা ড্রেনেজ ব্যবস্থা। পরিকল্পিত ভাবে ড্রেন নির্মাণ না করায় শহরের সব পাড়া মহল্লার দশা করুন। অন্যদিকে শহরের আশপাশ দিয়ে প্রবাহিত খাল, পুকুর ও নালা বন্ধ করে বাড়ি নির্মাণ করায় পানি বের হতে পারছে না।
ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, আমরা নাগরিক সেবা দিতে সর্ব্বোচ্চ ভাবে কাজ করছি। কর্মচারীরাও সেভাবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর কাজে কিছুটা ছন্দপতন হয়েছে। সেগুলো কাটিয়ে উঠছি। তিনি বলেন, ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে পাড়া মহল্লায় বড় ট্রাক প্রবেশ করে না। তাই সেখানে ভ্যান সার্ভিস চালু করা হচ্ছে। আশা করা যায় নাগরিকরা দ্রুতই সেবা পাবেন।