সোনালী ব্যাংকের সাথে যশোর চেম্বারের অনলাইন সেবা চুক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হলো সোনালী ব্যাংকের অন লাইন সেবা। এখন থেকে সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির ফি ও চার্জ প্রদান করা যাবে। সোমবার দুটি প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিপত্র সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের অতিক্তির জেলা প্রশাসক (সার্বিক) ও যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এস এম শাহীন, কর্মকর্তা মিজানুর রহমান, মোরাদ আলী, সোনালী ব্যাংক যশোর শাখার জেনারেল ম্যানেজার ইকবাল কবির প্রমুখ।