যশোরে মাদক ব্যবসায়ী মা-মেয়ে যৌথবাহিনীর হাতে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মুজিব সড়ক পঙ্গু হাসপাতাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তৃষ্ণা আকতার প্রিয়া (২৪) ও তার মা শাহানারা বেগমকে (৫০) মাদকদ্রব্যসহ আটক করেছে যৌথবাহিনী।
আটক তৃষ্ণা আকতার প্রিয়া যশোর রেলস্টেশনের ওভার ব্রিজের দক্ষিণ পাশের মৃত তানভীর ইসলাম অন্তরের স্ত্রী ও শাহানারা বেগম একই এলাকার মৃত কাজী আকতার হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গত শনিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী মুজিব সড়কের অ্যাড. সৈয়দ শামসুর রহমানের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে প্রিয়া ও তার মা শাহানারাকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৩৫ গ্রাম গাঁজা, ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রির সাড়ে ১২ হাজার টাকা জব্দ করে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।