বৈধ পথে বাংলাদেশে এসে অবৈধ ব্যবসা করছেন ভারতীয় নাগরিকরা,যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভারতীয় নাগরিকদের অবৈধ ব্যবসা বিষয়ে আলোচনা হয়েছে। সভায় জানানো হয়, বৈধ পথে বাংলাদেশে এসে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে ভারতীয় নাগরিকরা। তাদের ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। গতকাল রোববার কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে নিয়মিত এ মাসিক সভা অনুষ্ঠিতম হয়।
সভায় ট্রেনে চোরাচালানীদের তৎপরতা রখেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় বলা হয়, প্রতিদিন ১শ’ থেকে দেড়শ’ ভারতীয় নাগরিক বৈধ পথে এদেশে আসছেন। যারা অবৈধ ব্যবসার সাথে জড়িত। এদেরকে নজরদারিসহ তাদের অবৈধ ব্যবসা বন্ধে পদক্ষেপ নিতে হবে। এছাড়া বেনাপোলের ট্রেনে চোরাচালানীদের দৌরাত্মের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়েও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সভায় ডেঙ্গু প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান বলেন, চলতি বছরে ডেঙ্গু রোগে ৩ জন মারা গেছেন। তাছাড়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন।