কেশবপুরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়  করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ

0
স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুরের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। রোববার (১০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় গত ৫ আগস্ট ফ্যাসিবাদী পতন পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্খা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্র রাজনীতি প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন এবং প্রস্তাবনা, নরী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে মতামত নিতে উপজেলার পাঁজিয়া মহবিদ্যালয়, কোমরপোল আইডিয়াল কলেজ ও হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক।
মতবিনিময় শেষে ওই সব কলেজের শিক্ষার্থীদের মাঝে রজনী গন্ধা ফুল, জননেতা তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ছাত্রদলের গৌরব উজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান, আগামীর প্রতিশ্র“তি উলে­খ করা বই এবং ধানের শীষ প্রতীক বিতরণ করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন. কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক কবির হোসেন ফকির, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম।
অপরদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মাসুদ কেশবপুর আলিয়া কামিল মাদ্রাসা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, সাগরদাঁড়ী বাণিজ্য মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ওই সব কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রজনী গন্ধা ফুল, জননেতা তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামকের ৩১ দফা ও ছাত্রদলের গৌরব উজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান, আগামীর প্রতিশ্র“তি উলে­খ করা বই এবং ধানের শীষ প্রতীক বিতরণ  করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন. যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জান বাপ্পি, থানা ছাত্রদলের আহŸায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের আহŸায়ক খায়রুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহŸায়ক রাহাতুল ইসলাম সুজনম, সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম-আহŸায়ক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।