তালায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভা অনুষ্ঠিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা শাখার আয়োজনে ফ্রন্টের কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের উপজেলা সভাপতি শেখ আব্দুল হাই। সভায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক সেবা পত্রিকার সম্পাদক ডা. এম এ করিম ও ফ্রন্টের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অমল দাশের মুত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, ফ্রন্টের তালা উপজেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সদস্য শামসের আলী মোড়ল, জালালপুর ইউনিয়নের সভাপতি জাবেদ আলী সরদার প্রমুখ। সভায় কৃষক শ্রমিক শ্রমজীবী পেশাজীবী শ্রেণির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে আপসহীন আন্দোলন সংগ্রামের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।