কালীগঞ্জে বিবদমান দু গ্রুপের সংঘর্ষ বোমার বিস্ফোরণ ভাঙচুর, আহত ৫

0

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) ॥ কালীগঞ্জে বিবদমান দু গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় তিনটি বোমার বিস্ফোরণ, একটি মোটরসাইকেল ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত সিদ্দিক আলী (৪৫) নামের এক বিএনপি কর্মীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সিদ্দিক খালকুলা গ্রামের নওয়াব আলীর ছেলে। সংঘর্ষে আহত অন্যরা হলেন, শুকুর আলী (৬০), আব্দুল জলিল (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫) ও নজরুল ইসলাম (৫০)।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ বিএনপির একাংশের নেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপের কোলাবাজার এলাকার নেতা আব্দুল জলিল ও কোলা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
হাসপাতালে চিকিৎসাধীন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলী জানান, আমি উত্তেজনার কথা শুনে বিষয়টি জানতে গিয়েছিলাম। এ সময় কয়েকজন আমাকে কেপাতে থাকে। তখন আমার সাথে থাকা সঙ্গীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মানিক চন্দ্র গাইন জানান, এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ এখনো হয়নি। মারামারি করা দুই গ্রুপই বিএনপি নেতা ফিরোজ ভাইয়ের লোক। এটা নিজেদের মধ্যে মারামারি। তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন তিনি।