খাজুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে অভয়নগরের জয়

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় আট দলীয় মাহবুর রহমান ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মুখোমুখি হয় বাঘারপাড়ার ইটালি প্রবাসী ফুটবল একাদশ ও অভয়নগর ফুটবল একাদশ। শনিবার বিকেল সাড়ে তিনটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে অভয়নগর ফুটবল একাদশ ৩-০ গোলে ইটালি প্রবাসী ফুটবল একাদশকে হারায়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. আব্দুস সামাদ। অতিথিরা বিজয়ী দলের গোলরক্ষক সৌরভের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন। আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ খেলায় মুখোমুখি হবে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালয়েশিয়া প্রবাসী হাসিব ফুটবল একাদশ ও মাগুরার শালিখা উপজেলা স্মিতা মুমু ফুটবল একাদশ।