আশাশুনিতে কপোতাক্ষে ভয়াবহ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

0

আহসান হাবিব, আশাশুনি (সাতক্ষীরা) ॥ আশাশুনি উপজেলার রুইয়ারবিল কপোতাক্ষ নদের পাউবোর বেড়িবাঁধ সংলগ্ন চরে ভয়াবহ ভাঙনে আবারও ধস নামতে শুরু করেছে। আতঙ্কিত এলাকাবাসীর রাত কাটছে এখন নির্ঘুম। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর।
গত বুধ ও বৃহস্পতিবার রাতে ভাটার টানে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল কপোতাক্ষ নদের পাউবোর বেড়িবাঁধ সংলগ্ন প্রায় ৩০০ ফুট চরে ভয়াবহ ভাঙনে ধস নামতে শুরু করেছে। বেড়িবাঁধ চর ভাঙন ধস রোধে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও বস্তা ডাম্পিংসহ স্থায়ী টেকসই ভাঙন রোধ ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন মুহূর্তে নদের বেড়িবাঁধ ভেঙে আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। নদের লোনা পানিতে তলিয়ে যেতে পারে হাজার বিঘা মাঠ ভরা ধানের ফসল, মৎস্য চাষ প্রকল্প, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েক শ বসতভিটা। সকাল-সন্ধ্যা ভাটার টানে ভাঙনে দ্রুত ও বড় এলাকাজুড়ে ধস নামতে শুরু করেছে।
ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী ও ইউপি সদস্য সোহরাব হোসেন ভাঙন স্থান পরিদর্শন করেছেন। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসীসহ জনপ্রতিনিধিবৃন্দ।