ঝিকরগাছায় কপোতক্ষের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
নিহত ইসরাফিল হোসেন।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ।। যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের পানিতে ডুবে ইসরাফিল হোসেন (৮) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, ঝিকরগাছা পৌরসদরের ৬নং ওয়ার্ড মোবারকপুর সিড়িঘাটে। নিহত ইসরাফিল হোসেন ওই গ্রামের আব্দুর রহমানের একমাত্র পুত্র।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে নিহত ইসরাফিল ও প্রতিবেশি বন্ধু তাসকিন বাড়িতে কিছু না জানিয়ে কপোতাক্ষ নদে বড়শী দিয়ে মাছ ধরতে যায়। এরই এক পর্যায়ে ইসরাফিল পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তাসকিন বিষয়টি বাড়িতে এসে জানালে পরিবারসহ স্থানীয়রা কপোতাক্ষ নদে দীর্ঘসময় ধরে খোঁজাখুজি করেও ইসরাফিলকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ৩টার দিকে ইসরাফিলের লাশ উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানার এস.আই মোশারেফ হোসেন ঘটনাস্থল পরিদর্শনসহ লাশের সুরোতহাল রির্পোট করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই শুক্রবার রাতে দাফন করা হবে।