বেনাপোলে বাস টার্মিনাল চালুর প্রতিবাদে চাঁচড়ায় সড়ক অবরোধ, অবসান ঘটালো সেনাবাহিনী

0

স্টাফ রিপোর্টার ॥ বেনাপোল পৌর বাস টার্মিনাল উদ্বোধনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে যশোরের চাঁচড়া চেকপোস্টে সড়ক অবরোধ করে যশোর-বেনাপোল সড়কের লোকাল পরিবহনের শ্রমিকরা। এসময় সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং উত্তেজনার সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর সেনাসদস্যরা অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দেন। এসময় জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জন শ্রমিককে হেফাজতে নেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্ট পর্যন্ত যায়। বাস চেকপোস্টের রাস্তার দু ধারে তিন থেকে চার লাইনে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামানোর কারণে যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে ওঠে। এ ভোগান্তি নিরসনে ২০১৭ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে বেনাপোল বন্দরে প্রবেশের মুখে একটি অত্যাধুনিক পৌর বাস টার্মিনাল নির্মাণ করে পৌরসভা। তবে রাজনৈতিক হস্তক্ষেপ, কতিপয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের আপত্তির কারণে এ যাবৎ সেটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাস টার্মিনালটি চালু করে বেনাপোল চেকপোস্ট পর্যন্ত লোকাল বাস বন্ধের সিদ্ধান্ত নেয় বেনাপোল পৌরসভা কর্তৃপক্ষ । এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিবহন শ্রমিকরা। তারা এর প্রতিবাদে বৃহস্পতিবার তারা যশোর-বেনাপোল সড়কে লোকাল বাস চলাচল বন্ধ রেখে সড়কের ওপর বাস আড় করে রেখে অন্যান্য যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে সড়কে দুর্ভোগ সৃষ্টি হলে বৃহস্পতিবার দুপুরে সেখানে সেনাবাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন। এসময় সেনা সদস্যরা সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে তারা উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে থাকে। এতে সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিবহন শ্রমিকরা সড়ক থেকে সরে যেতে বাধ্য হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন-২২৭ এর সহসভাপতি আবু হাছান জানান, বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু হলেও সেটি পরিবহন মালিক ও শ্রমিকরা কিছুই জানতেন না। বৃহস্পতিবার সকালে তারা বিষয়টি জানতে পারেন। এরপর তারা এ বিষয়ে ধর্মঘট পালনকালে সড়কের ওপর একটি বাস আড় করে রাখা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ভুল বুঝাবুঝি হয়। এতে কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান।
তিনি বলেন, এ বিষয়ে রাতে জেলা প্রশাসকের সাথে শ্রমিক ও মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে শ্রমিকরা তাদের দাবি তুলে ধরবেন বলে তিনি জানান।
এ বিষয়ে যশোর কোতয়ালী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, চাঁচড়া চেকপোস্টে শ্রমিকদের অবরোধ চলাকালে সেনাবাহিনীর অভিযান হয়েছে জানি। তবে সেখানে কী ঘটেছে সে বিষয়টি স্পষ্ট করে বলতে পারবো না।
বৃহস্পতিবার রাতে এ বিষয়ে সেনাবাহিনীর যশোর ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর মাসুদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শ্রমিকদের সাথে একটি ঘটনা ঘটেছে ঠিক। তবে সেটি সিরিয়াসলি কিছু না। এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ডেকে এনেছি। তাদের কাছ থেকে ওই ঘটনার পেছনে কোনো ঈ›দ্ধনদাতা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।