বাঘারপাড়ায় ভাঙ্গুড়া কলেজের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা

0

 

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় ভাঙ্গুড়া আদর্শ ডিগ্রি কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আয়ুব।
দুপুরে কলেজ অভ্যন্তরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, একলাস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক মসিয়ূর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মঞ্জুর মোরশেদ, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সালাম মোল্লা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল কুমার আঢ্য, শিক্ষক প্রতিনিধি আজিজুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক ফিরোজ হাসান প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি নেতা আনিসুর রহমান, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা শিকদার, ধলগ্রাম বিএনপির সভাপতি খয়বার হোসেন মোল্লা, দোহাকুলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাসুয়াড়ি বিএনপির সভাপতি হাফিজুর রহমান, জামদিয়া বিএনপির সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক এফএম আসলাম হোসেন প্রমুখ।