ঝিকরগাছায় ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গরবার রাতে সমিতির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এতে মোস্তফা এলাহী লিটুকে সভাপতি ও সামছুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
খন্দকার আবু বাক্কারের সভাপতিত্বে সমিতির সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। ত্রিবার্ষিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজনই পুনরায় নির্বাচিত হয়েছেন। একশ ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ১৩জনকে উপদেষ্টা করা হয়। কমিটির অন্যান্যরা, হলেন সহসভাপতি খন্দকার আবু বাক্কার, ইসমাইল হোসেন চান্দালী, আব্দুর রাজ্জাক রাজা, মনিরুজ্জামান, আব্দুল লতিফ, চন্ডি দাস সিংহ, পাখী ঘোষ, হাফিজুর রহমান, মহাসিন আলী, সাইজুল ইসলাম, খাইরুল ইসলাম, সাহারুল আলম আশা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মোমিনুল ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম, আলী শাহ্, মোহাম্মদ লিটন, মোহাম্মদ নাহিদ, প্রিন্স হোসেন, মৃত্যুঞ্জয়, সাংগঠনিক সম্পাদক রওনাকুল ইসলাম, সহসাংগঠনিক রুবেল হোসেন, দপ্তর সম্পাদক তবিবার রহমান, সহদপ্তর সম্পাদক আরিফুর রহমান, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম মুক্ত, সহকোষাধ্যক্ষ মুরাদ হোসেন শান্তি, প্রচার সম্পাদক আনোয়ারা হোসেন, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম ও ইসমাইল হোসেন মিলন প্রমুখ।