যশোরে বিএনপির র‌্যালি : গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে হবে : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গেল ৫ আগস্ট ছাত্র- জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে ধরে রাখতে হলে লড়াইয়ের ময়দান থেকে ঘরে ফেরার কোন সুযোগ নেই। আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত রাখতে হবে। সেই লক্ষ্যে অবিচল থেকে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে র‌্যালির আগে আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহ্বায়ক নার্গিস বেগম – লোকসমাজ

দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা। যেটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ত্রাণ কর্তা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। ঠিক একই ভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পুনরায় ত্রাণ কর্তা হিসেবে আর্বিভূত হয়ে সদ্য স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। সেদিন তিনি দিশেহারা জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন। সিপাহী-জনতা সেদিন দেশের সঠিক নেতৃত্বকে বেছে নিতে ভুল করেছিল না, যে কারণে আন্দোলনের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার নেতৃত্বে আসীন করেন। অনেকে বলে শহীদ জিয়াউর রহমান নাকি ক্ষমতা দখল করেছিলন, কিন্তু তিনি ক্ষমতা দখল করেননি। তিনি আধিপত্যবাদী রাহুর গ্রাস থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছিলেন।
তিনি বলেন, ৭১ পরবর্তীতে যারা বৈষম্যের শিকার হয়েছিল তারাই সেদিন আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছিল। ঠিক একইভাবে বিগত এক যুগের অধিক সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বৈষম্য শিকার গোটা জাতি ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করেছে। কিন্তু এখনো চুড়ান্ত অর্জন হয়নি। এই বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত চলছে। ইসকনের মত একটি একটি সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর মধ্যে দিয়ে ঘরে ঘরে র-এর এজেন্ট প্রবেশ করছে। এ থেকে সকলকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।


আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম প্রমুখ।
আলোচনা পরিচালনা করেন, জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
আলোচনা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, মো. মুসা, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, কাজী আজম, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মাহতাব নাসির পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির প্রমুখ।