শৈলকুপায় রানা হত্যার প্রধান আসামী দিনার বিশ্বাস আটক

0
দিনার বিশ্বাস

শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা ।। ঝিনাইদহের শৈলকূপার রানা হত্যা মামলার প্রধান আসামি শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসকে গ্রেফতার পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৪ শে জুলাই বিকালে শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রানা আহমেদ মামা বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় দিনার বিশ্বাসের নেতৃত্বে অস্ত্র ধারী একদল সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। জীবন বাঁচানোর জন্য সে স্থানীয় একটি বাড়িতে উঠে পড়েলে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে তাকে কুপিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় নিহত রানার বাবা সাইফুল ইসলাম বাদি হয়ে শৈলকূপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসকে প্রধান আসামি করে ৬৫ জনের নামে শৈলকূপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে আসামী পলাতক ছিলেন, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কলাবাগান এলাকা থেকে দিনার বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, রানা হত্যা মামলার প্রধান আসামি দিনার বিশ্বাসকে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শৈলকূপা থানায় একাধিক মামলা রয়েছে।