যশোর জেনারেল হাসপাতালে মায়ের গহনা চুরির প্রতিবাদ করে বিপাকে ইটালি প্রবাসী

0

স্টাফ রিপোর্টার ॥ মায়ের গহনা চুরির বিচার চাইতে যেয়ে মাফ চেয়ে রক্ষা পেয়েছেন ইটালি প্রবাসী সন্তান। গতকাল দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামের বাসিন্দা ইটালি প্রবাসী হোসেন আলী মা মনোয়ারা বেগমকে নিয়ে গতকাল দুপুরে হাসপাতালে হাসপাতালের বহিঃবিভাগে আসেন। অর্থোপেডিক্স বিভাগের ১২২ নম্বর কক্ষের সামনে অপেক্ষমাণ থাকা অবস্থায় তার মায়ের দেড় ভরি ওজনের সোনার নেকলেস ছিনতাই হয়। উত্তেজিত হয়ে এ ঘটনার প্রতিবাদ জানান হোসেন আলী। এ সময় হাসপাতালের কতিপয় কর্মচারী ও দালালরা তাকে ঘিরে ধরেন। তারা নেকলেস চুরির বিষয়টি বাদ রেখে হোসেন আলীর চিৎকারের বিচার শুরু করেন। শেষ পর্যন্ত হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে কর্মচারীদের কাছে পায়ে ধরে মাফ চেয়ে, হাসপতালের পরিবেশ নষ্ট করবেন না এই মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পান হোসেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তার মায়ের নেকলেস চুরি বিষয়টি চাপা পড়ে যায়।