ঝিকরগাছায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি মিন্টু ও সম্পাদক সুমন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ঝিকরগাছা সাব কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে মেসার্স রাজু মেডিকেল স্টোরের প্রোপাইটর আবু মুসা মিন্টুকে সভাপতি ও মেসার্স মাস্টার ড্রাগ হাউজের প্রোপাইটর জাহিদুল মোমিন সুমনকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন যশোর জেলা বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মাদ আলী জিন্নাহ, সহ-সভাপতি জাহিদুল আলম, মোকলেসুর রহমান কোটি ও জিয়াউল হক, যুগ্ম-সাধারণত সম্পাদক মন্টু অধিকারী, নাহিদুজ্জামান পিয়াস, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক দিলিপ ঘোষ, প্রবীর চক্রবর্তী, দপ্তর সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক বরকত আলী, সদস্য আতিয়ার রহমান, গোলক পাল, দীপক দত্ত, অচিন্ত কুমার বিশ্বাস, মোশারফ হোসেন, কামরুজ্জামান টিটো ও জামাল হোসেন। সোমবার রাতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি যশোর জেলা শাখার সভাপতি এম এ জামাল উদ্দিন বিলু এই কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানাগেছে।