ঝিকরগাছায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি প্রণোদনার আওতায় কৃষককের মাঝে বিনামূল্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বার) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় রবি মৌসুমে ৩হাজার ৬৫০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হবে। এর মধ্যে ৩হাজার ২০০জনকে এক কেজি সরিষার বীজ, ১৭০ জনকে পাঁচ কেজি করে মসুর বীজ, ১৮০জনকে ২০ কেজি করে গমের বীজ, ৪০ জনকে ২কেজি করে ভুট্টার বীজ, ২০ জনকে ৮কেজি করে খেসারির বীজ, ২০ জনকে ২কেজি করে অড়হড়ের বীজ ও ২০জন কৃষককে ১কেজি করে পেঁয়াজের বীজ দেয়া হচ্ছে। এছাড়া এসব কৃষকদের মধ্যে অড়হড়ের কৃষকে ৫ কেজি ও বাকি সকলকে একই সাথে ১০ কেজি করে ডিএপি ও ১ কেজি করে এমওপি সার প্রদান হবে।