খুলনায় ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতির প্রতিষ্ঠান থেকে পুশ করা চিংড়ি উদ্ধার

0

খুলনা ব্যুরো ॥ খুলনায় ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেনের মালিকানাধীন ছবি ফিস প্রসেসিং কারখানায় অভিযান চালিয়ে ১৬০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করেছে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর। সোমবার গভীর রাতে এই অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম আজাদ বিকু (বিকু কাজী) কেসিসির ২২ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা।
এ অভিযানে ইন্টারন্যাশনাল শিম্প্র এক্সপোর্ট লিমিটেড নামের আরেকটি কারখানা থেকে আরও ৪০০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপটন সরদার জানান, অভিযানে চিংড়িতে অপদ্রব্য থাকায় ছবি ফিসকে ৫০ হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল শিম্প্র দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপদ্রব্য পুশ করা চিংড়ি নদীতে ফেলে ধ্বংস করা হয়।
ব্যবসায়ীরা জানান, ছবি ফিসের আরেক পরিচালক চিংড়িতে অপদ্রব্য পুশ করা বন্ধ করতে নিয়মিতভাবে অভিযান চালায় মৎস্য বিভাগ। কিন্তু গত ১৫ বছর ছবি ফিসে কোনো অভিযান হয়নি।