পাটজাত মোড়ক ব্যবহার না করায় আড়পাড়ায় ৭ দোকানে জরিমানা

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় শালিখা উপজেলার আড়পাড়া বাজারে ৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, পণ্য পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর লঙ্ঘনের দায়ে উপজেলার আড়পাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়পাড়া বাজারে চাল ব্যবসায়ী আবু হেনাকে ২ হাজার টাকা,উদয় সাহাকে ২ হাজার, মুদি দোকান সুরমান মোল্লাকে ৫০০ টাকা,প্রকাশ সাহাকে ১ হাজার টাকা,আল আমিনকে ৫০০ টাকা,মুকুলকে ২ হাজার টাকা ও চিন্তাহরণ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সেনাবাহিনীর একটি টিমসহ শালিখা থানার পুলিশ সদস্যরা ও উপস্থিত ছিলেন।