ঝিনাইদহে দু প্রেমিকার অনশনের অবসান

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের পল্লীতে এক প্রেমিককে নিয়ে দুই তরুণীর রশি টানাটানি ও অনশনের ঘটনার অবসান হয়েছে। বিয়ের দাবিতে দুই তরুণী অনড় থাকায় বিপাকে পড়েন গ্রামবাসী। অবশেষে এক প্রেমিকা ছাড় দেওয়ায় বিয়ের মাধ্যমে প্রেমঘটিত এই বিবাদের নিষ্পত্তি করা হয়। ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে সদর উপজেলার গাগান্না গ্রামে।
প্রতিবেশী ইফাজ উদ্দীন জানান, শনিবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার ঘোড়াগাছা গ্রামের রুনা খাতুন নামে এক তরুণী বিয়ের দাবিতে শাহিনের বাড়িতে আসেন। রুনার আসার কথা শুনে আরেক তরুণী সাদিয়া খাতুনও ঘটনাস্থলে হাজির হন। এক প্রেমিক শাহিনকে নিয়ে দুই তরুণীর বিয়ের দাবি নিয়ে ঝামেলায় পড়েন ছেলের পরিবার। শনিবার বিকেল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত চলতে থাকে অনশন। কাকে রেখে কাকে বিয়ে করবেন শাহিন এ নিয়ে দ্বিধায় পড়েন শাহিন। এদিকে এক যুবকের বাড়িতে দুই তরুণীর অনশনের কথা চাউর হয়ে পড়লে আশপাশ গ্রামের লোকজন ভিড় জমাতে থাকেন। হাজির হন দুই তরুণীর পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সাদিয়া খাতুন নামের তরুণীর পরিবার স্বেচ্ছায় বিয়ের দাবি প্রত্যাহার করে নিলে রুনার সঙ্গে শাহিনের বিয়ের সিদ্ধান্ত হয়। অবশেষে রোববার মধ্যরাতে হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতে রুনা ও শাহিনের বিয়ে হয়।
সোমবার বিকেলে আলোচিত প্রেমিক শাহিন জানান, তিনি প্রথমে রুনাকেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু খবর পেয়ে সাদিয়া তার বাড়িতে চলে আসায় বিপাকে পড়েন।
প্রেমিকা রুনা বলেন, আমি প্রথম থেকেই শাহিনকে ভালোবাসি। তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। পরে ওই মেয়ে এসে ঝামেলা করলে সমস্যা দেখা দেয়। রুনা জানান, শাহিনকে বিয়ে করতে পেরে তার ভালোবাসা শতভাগ পূর্ণ হয়েছে।