শেখহাটির শাহানারা হত্যায় আটক দুই জনের আদালতে স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলা আদর্শপাড়ায় বাড়িওয়ালা শাহানারা বেগমকে গলা কেটে হত্যা এবং সোনার অলঙ্কার লুটের ঘটনায় আটক শফিকুল ইসলাম বাবলা ও সুমন হোসেন শনিবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়া তাদের জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই মো. গোলাম আলী।
আটক শফিকুল ইসলাম বাবলা সদর উপজেলার তালবাড়িয়া খালপাড় এলাকার মৃত আলী হোসেনের ছেলে এবং সুমন হোসেন একই এলাকার মফিজুর রহমানের ছেলে।
পিবিআই সূত্র জানায়, আটক বাবলা ও সুমন সম্পর্কে ফুপাতো মামাতো ভাই। তারা শেখহাটি বাবলাতলা আদর্শপাড়ায় শাহানারা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। কিন্তু ঠিকমতো ঘর ভাড়া না দেওয়ায় তাদের সাথে শাহানারা বেগমের তর্কাতর্কি হয়। এ সময় তারা শাহানারা বেগম এবং তার স্বামী আতিয়ার রহমানকে হুমকি দেন। তাছাড়া বাবলা ও সুমন মাদক সেবন করায় বিষয়টি জানতে পেরে তাদেরকে ঘর ছেড়ে দিতে বলেছিলেন শাহানারা বেগম। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। গত ৩০ বিকেলে শাহানারা বেগম ফের ভাড়ার টাকা চাওয়ায় বাবলা ও সুমন তাকে ঘরের ভেতর ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা এবং তার শরীরে থাকা সোনার অলঙ্কার লুট করে পালিয়ে যান। খবর পেয়ে পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর গত শুক্রবার সাতক্ষীরায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবলা ও সুমনকে আটক করে পিবিআই। পরে তাদের স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকু, দড়ি ও লুণ্ঠিত সোনার অলঙ্কার উদ্ধার করা হয়। শনিবার তাদেরকে যশোরের আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।