খাজুরায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট খুলনা ফুটবলকে ২-১ গোলে হারিয়ে শালিখা ব্রাদার্স ইউনিয়নের শুভ সূচনা

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। নকআউটভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন করেছে চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খুলনা ফুটবল একাডেমি ও মাগুরার শালিখা উপজেলার ব্রাদার্স ইউনিয়ন। এদিন বিকেল সাড়ে তিনটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে প্রথমার্ধ থেকেই খেলায় ছিলো উভয় দলের মুহুর্মুহু আক্রমণ। ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন শালিখা দলের সাব্বির। এরপরই শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। এরপর ১৩ মিনিটের মাথায় তুহিন আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে সজিব খুলনা দলের পক্ষে প্রথম গোলটি করে খেলায় কিছুটা প্রাণ ফিরিয়ে আনেন। তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে পরাজয় হয় খুলনা দলের।
এর আগে বিকেল তিনটায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আতিক। আগামী বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মাগুরার একতা স্পোর্টিং ক্লাব ও যশোরের অভয়নগর ফুটবল একাদশ। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ টাকা ও রানারআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।