চুড়ামনকাটিকে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে যুবদলের উদ্যোগে বিএনপির জাতীয স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠানের প্রস্তুতি সভা হয়েছে। শনিবার চুড়ামনকাটি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর দিপু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সহ-সভাপতি হাফিজুর রহমান, রুহুল আজিজ, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামিম কবীর ওয়াসিম, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, যুবনেতা মিয়ারাজ হোসেন বাবু, খোবায়ের হোসেন, ইমামুল হক, জিল্লুর রহমান প্রমূখ।
সভায় আগামী ৪ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইউনিয়নব্যাপী দোয়া মাহফিল ও স্মরণসভা পালনের প্রস্তুতির সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।