কালীগঞ্জে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টুর স্মরণসভা অনুষ্ঠিত

0

শিপলু জামান (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ফয়লা রোডে দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানের আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময় প্রধান অতিথি বলেন, শহীদুজ্জামান বেল্টু একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ,তবিবুর রহমান মিনি, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন প্রমুখ। সভা শেষে প্রায়ত সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় । উল্লেখ্য শহীদুজ্জামান বেল্টু গত ২৮ অক্টোবর বার্ধক্যজনিত কারণে ঝিনাইদহের নিজ বাড়িতে ইন্তিকাল করেন।