ঝিকরগাছার পল্লীতে ভাইপোর ধারালো অস্ত্রের কোপে চাচা আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ী গ্রামে ভাইপোর ধারালো অস্ত্রের কোপে শামছুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের সূত্রে জানা গেছে, শামছুর রহমানের সাথে তার আপন ভাইপো এজাজের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এদিন রাত পৌনে ১০টার দিকে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এজাজ ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে তার চাচা শামছুর রহমানকে এলোপাতাড়ী কোপায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।