মনিরামপুরে চিহ্নিত সন্ত্রাসী সাইফুল দেশীয় অস্ত্রসহ আটক

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার চন্ডিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০ টার দিকে চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ কর্মী সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে রাত তিনটার দিকে চন্ডিপুর এলাকার একটি মৎস্যঘেরের টংঘর থেকে সাতটি হাসুয়া, একটি দা ও দুটি হকিস্টিক জব্দ করা হয়। বুধবার পুলিশ তাকে যুবদল নেতা চন্টু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে চালান দেয়। তবে এলাকাবাসীর দাবি সাইফুলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা সম্ভব।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টুর ছোটভাই যুবলীগ কর্মী সাইফুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার দাপটে দখলদারিত্ব, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি কৃষকলীগ নেতা আব্দুল্লাহ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। আওয়ামী লীগ সরকার পতনের পর সাইফুল পলাতক ছিলেন।