তেলের দাম কমলো শতকরা ৪ শতাংশে

0
ছবি : সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়তে থাকা সত্ত্বেও ইরান সম্প্রতি ইসরায়েলের হামলাকে গুরুত্ব না দেয়ার কথা জানিয়েছে। ইরানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলা তাদের নিরাপত্তার উপর কোনো প্রভাব ফেলবে না। এই ঘোষণার ফলে আন্তর্জাতিক তেলের বাজারে বেশ সাড়া পড়ে গেছে, এবং তেলের দাম ৪ শতাংশেরও বেশি কমে গেছে।

মার্কিন ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে জানা গেছে, তেলের দাম সাধারণত রাজনৈতিক পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক টেনশনের ওপর নির্ভর করে। ইরানের এই শান্তিপূর্ণ অবস্থান তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। তেলের দাম কমলে গ্যাসের দামও কমার সম্ভাবনা রয়েছে, যা মার্কিন ও বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক।

ব্রেন্ট এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দর অক্টোবরে ১ তারিখের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনের শুরুতে, ব্রেন্টের দাম ছিল প্রতি ব্যারেলে প্রতি ব্যারেলে ছিল ৭২ দশমিক ৮৮ ডলার, যা আগের দামের তুলনায় ৩ দশমিক ১৭ ডলার বা ৪ দশমিক ২ শতাংশ কম। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬৮ দশমিক ৬৫ ডলার, যা ৩ দশমিক ১৩ ডলার বা ৪.৪ শতাংশ কমেছে।

গত সপ্তাহে বাজারে অস্থিরতার মধ্যে তেলের দাম ৪ শতাংশ বেড়ে গিয়েছিল, মূলত মার্কিন নির্বাচনের অনিশ্চয়তা ও ইরানের মিসাইল হামলার কারণে।

তবে এনার্জি বিশ্লেষক শৌল কাভোনিক বলছেন, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা কমেছে, ফলে তেলের দামে ভূ-রাজনৈতিক ঝুঁকি কমছে।

বর্তমানে বাজারের নজর বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির দিকে, বিশেষ করে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধির দিকে। তেলের দাম এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন বাজারকে আরও প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।