প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে প্রোটিয়ারা

0
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ।।  চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের কাঁধে চড়ে বসেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে ৮১ ওভার খেলা হয়েছে। এতে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। টাইগারদের নির্বিষ বোলিং-ফিল্ডিংয়ে সেঞ্চুরি পেয়েছেন ডি জর্জি ও স্টাবস। তাদের দুজনেরই প্রথম টেস্ট সেঞ্চুরি এটি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের বেশ ভালো পরীক্ষায় ফেলেন প্রোটিয়া ওপেনাররা। কোনো ধরনের ঝুঁকি ছাড়াই ১০ ওভার পার করেন টনি ডি জর্জি ও অধিনায়ক এইডেন মার্করাম জুটি। এ সময়ে তিন বোলারকে ব্যবহার করেন টাইগার দলপতি। তবে, উইকেটের দেখা নেই। ওয়ানডে মেজাজে খেলতে থাকা প্রোটিয়ারা ১৭ ওভারেই জড়ো করে ফেলে ৬৯ রান।

ক্রমেই বড় জুটির পথে এগোচ্ছিলেন মার্করাম–ডি জর্জি। তবে শেষ পর্যন্ত মার্করাম নিজেই সুযোগ দিলেন। তাইজুলের বলে ডাউন দ্য উইকেটে এসে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দিয়ে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। এরপর জর্জির সঙ্গী হন স্টাবস। এই জুটিও সহজেই টাইগার বোলারদের সামলে নেয়। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৪০ রানের জুটি গড়েন তারা।

মাহিদুল ইসলাম অঙ্কনের গ্লাভস ফসকে জীবন পাওয়া টনি ডি জর্জি লাঞ্চের পরপর তুলে নেন অর্ধশতক। চা বিরতিতে যাওয়ার আগে সেঞ্চুরিও পূর্ণ করেন এই ওপেনার।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জির সঙ্গে স্টাবসের পার্টনারশিপ বেশ জমে উঠে। সতীর্থের দেখানো পথে হেঁটে ট্রিস্টান স্টাবসও অভিষেক টেস্ট সেঞ্চুরির পেয়ে যান। তবে সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ২৪ বছর বয়সী এই ব্যাটার। তাইজুলকে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

তাইজুলের শর্ট অব লেংথ বলে পেছনে গিয়ে কাট খেলতে চেয়েছিলেন, তবে বল নিচু হওয়ায় ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত করে বল। ফেরার আগে ১৯৮ বলে ১০৬ রান করেন তিনি। স্টাবস ফিরলেও জর্জিকে হার মানাতে পারেনি টাইগাররা। আলোক-স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে ২১১ বলে ১৪১ রান করে অপরাজিত জর্জি। ১৮ রান নিয়ে তার সঙ্গে ব্যাট করছেন ডেভিড বেডিংহ্যাম।

বাংলাদেশের হয়ে দুটি উইকেটই শিকার নেন তাইজুল ইসলাম।