অভয়নগরে রিভলবার ও গুলিসহ এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকায় গত রোববার রাতে অভিযান চালিয়ে বিদেশি ১টি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ জসিম সরদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। তিনি একই এলাকার মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লে. মো. রাসেল জানান, গত রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজকাঠি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিদেশি ১টি রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ জসিম সরদার নামে ওই ব্যক্তিকে আটক করেন তারা। তিনি আরও জানান, জসিম সরদার ইতোপূর্বে বেনাপোল এলাকা থেকে অস্ত্রসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় এ সংক্রান্তে অস্ত্র আইনে মামলা রয়েছে।