যবিপ্রবি’র চাকরিচ্যুত নৈশপ্রহরী বাদলসহ আটক ৫

0
বদিউজ্জামান বাদল- ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত নৈশপ্রহরী বদিউজ্জামান বাদলসহ ৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। আটক সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সোমবার তাদেরকে জেলা বিএনপি’র অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আটক বদিউজ্জামান বাদল সদর উপজেলার শ্যামনগর গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় ব্যাপক আলোচিত হয়েছেন। গত শনিবার রাতে সেনাবাহিনী তাকে আটক করে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে। তবে পুলিশের দাবি, গত রোববার তাকে পুলিশ আটক করেছে।
অপর আটকরা হলেন, সদর উপজেলার মানিকদিহি গ্রামের মৃত আবু বক্কার বিশ^াসের ছেলে মিজানুর রহমান বুলু, ক্ষিতিবদিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে মাসুদুর রহমান, শহরের পুলিশ লাইন গেট এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাকির হোসেন ও বিরামপুর কাজীপাড়ার আব্দুল মান্নান খন্দকারের ছেলে সাগর খন্দকার।