ব্যাচেলর পয়েন্ট ৫ নাকি ফিমেল ৫ আসছে?

0
কাজল আরেফিন অমি

লোকসমাজ বিনোদন ডেস্ক ॥ দেড় বছর আগে কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ শেষ হয়েছে। ধারাবাহিকটি শেষ হলেও দর্শকরা ভুলে যায়নি। বরং নতুন সিজন আনার জন্য নির্মাতার কাছে অনেকদিন ধরে আবদার জানাচ্ছিলেন। তবে দর্শকদের সে আব্দারই হয়তো পূরণ করতে যাচ্ছেন নির্মাতা অমি। অন্তত সামাজিক মাধ্যমে সে ইঙ্গিতই দিলেন এই নির্মাতা। সম্প্রতি ফেসবুকে তিনি ৫ লিখে একটি পোস্ট দেন। এরপর অভিনেতা জিয়াউল হক পলাশ ও শিমুলও ৫ লিখে পোস্ট দেন। এরপর সবাই অনুমান করে যে ব্যাচেলর৫ পয়েন্ট সিজন ৫ আসতে যাচ্ছে।

আসলেই কি নতুন সিজন আসছে? এ বিষয়ে কাজল আরেফিন অমি বলেন, আমরা সবাই ৫ লিখে একটা স্ট্যাটাস দিয়েছি। হ্যাঁ অবশ্যই ৫ আসছে। তবে আমরা বলিনি যে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ নাকি ফিমেল ৫ আসছে। তবে হ্যাঁ আসছে।

কী আসছে? এ প্রশ্নের উত্তরে কাজল আরেফিন অমি বলেন, আমরা দর্শককে সম্মান করি। তারা যেটা চাইছেন সেটাই আমরা করবো। কাজল আরেফিন অমির এই প্রশ্নের উত্তরে অনেকটা ধোঁয়াশা কেটে যাওয়ার কথা।

এক জিনিস মানুষের বেশিদিন ভালো লাগে না। কিন্তু ব্যাচেলর পয়েন্ট নাটকের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। অমি বলেন, ২০২২ সালে ডিসেম্বরে সিজন ৪-এর শেষ পর্ব প্রচার হয়। আজও দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’র জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। মানুষের এই আগ্রহকে আমি সম্মান জানাই। তাদের প্রত্যাশা পূরণ করতে হলে আমার আরও সচেতন হয়ে স্টাডি করতে হবে। এ জন্য অনেক সময় লাগে।দর্শকরা আবেগ প্রবণ হয়ে আন্দোলন করতে চাইছে। আমি দর্শকদের বলতে চাই, আমাকে সময় দিন। পরিপূর্ণ জিনিস উপহার দিতে পারবো।