নরেন্দ্রপুরে বালি উঠানোর কারণে অর্ধশতাধিক বাড়ি ধসে পড়ার আশংকা

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শ্রীপদ্দী গ্রামে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে অর্ধশতাধিক বাড়ি ধসের পড়ার আশংকায় দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারগুলো যশোর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ভুক্তভোগীরা জানান, এলাকায় অবৈধ বালি উত্তোলনে বহুল আলোচিত নজর আলী খোকার অবৈধ বালি উত্তোলনের কারণে যেকোন মুহূর্তে ঘর-বাড়ি ধসে পড়তে পারে।

গ্রামবাসী জানান, অবৈধভাবে বালি উত্তোলনে বাধা দিলেই তাদের ওপর নির্যাতন করা হয়। অবৈধভাবে বালি উত্তোলনে বাধা দেওয়ার কারণে জেলা ছাত্রদল নেতা হাসেম আলীকে নজর আলী খোকা ও তার সহযোগী শাহাবুদ্দিন, আলমগীর, ভুট্টোসহ কয়েকজন নির্যাতন করেন। এতে অসুস্থ হয়ে কয়েকদিন পর মৃত্যুবরণ করেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগ আমলে নজর আলী খোকা ও তার সহযোগীরা এলাকার সাধারণ মানুষকে নির্যাতন করেছেন।
এ বিষয়ে নজর আলী খোকার কাছে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। এমনকি সংবাদ প্রকাশ করলে মামলা করারও হুমকি দিয়েছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহিনুল ইসলাম জানান, নজর আলী খোকার বিরুদ্ধে বালি উত্তোলনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।