জীবননগরে নিখোঁজের ২০ দিন পর, বিল থেকে শিক্ষকের লাশ উদ্ধার

0

নুর আলম,জীবননগর (চুয়াডাঙ্গা) ॥ জীবননগরে বিল থেকে স্কুলশিক্ষক সুজন আলীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ দিন আগে নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুরে পুলিশ এলাকাবাসীর দেওয়া সংবাদের ভিত্তিতে ওই লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মেদিনীপুর মাঠে ঘাড়কাঠি বিলে কচুরিপানার ভেতরে শ্রমিকেরা গলিত লাশ দেখতে পান। উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সবুর বলেন,সুজন আলী তার আপন ছোট ভাই। তিনি জীবননগর পৌর কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যায় জীবননগর পৌর এলাকার গোপালনগরের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,লাশ দেখে শনাক্ত করা উপায় ছিল না। পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।