৮টির স্থলে ৪টি এসকেভেটর দিয়ে চলছে কাজ, টেকা নদী খনন দেখতে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্থানীয়দের

0

স্টাফ রিপোর্টার॥ ভবদহের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের নদী খনন কাজ পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিরা। সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের কথার সাথে কাজের মিল পেলাম না- যা দুঃখজনক। আটটি এসকেভেটরে খননের কথা থাকলেও আমরা দেখলাম ৪টি দিয়ে নদী খনন করা হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে একটি দল নিয়ে টেকা নদী খনন পরিদর্শনে যান ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি ভবদহ স্লুইস গেট থেকে ভাটিতে বিভিন্ন স্থান পরির্দশন করেন। পরিদর্শনকালে তারা মাত্র ৪টা এসকেভেটর দেখতে পান, বেলা ৩ টার সময় কাজ না করে যন্ত্র নিয়ে বসে থাকতে দেখা যায় খননকারীদের।


শোলমারি ব্রিজের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ইকবাল কবির জাহিদ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গুরুত্ব সহকারে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ও জলাবদ্ধ জনপদের মানুষের দীর্ঘ আন্দোলনের দাবি মেনে নিয়ে আমডাঙ্গা খাল প্রশস্তকরণ ও সংস্কার, টেকা নদী খনন করে জলাবদ্ধ পানি নিষ্কাশনে ৮টি যন্ত্র দিয়ে পানি প্রবাহের চ্যানেল কাটার কাজ শুরু করেছে বলে আমাদের বলেছে। টিআরএম প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বিগত সরকারের লুটেরা সিন্ডিকেটের গণবিরোধী ভ্রান্ত সিদ্ধান্ত স্থায়ী জলাবদ্ধতা ও নদী হত্যার কারণ প্রমাণিত হয়েছে। বিষয়টি অন্তর্বর্তী সরকার বিবেচনায় নিয়েছে। এ জন্য জলাবদ্ধ এলাকার জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু আমরা পরিদর্শনে এসে দেখলাম ৮টি এসকেভেটরের জায়গায় মাত্র ৪টা রয়েছে। তাও বেলা ৩ টার সময় কাজ না করে বসে আছে। সরকারের কথার সাথে কাজের মিল পেলাম না- যা দুঃখজনক।
এসময় সংগঠনটির নেতৃবৃন্দ এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ, ক্ষতিগ্রস্ত কৃষক ও বসতবাড়ির ক্ষতিপূরণ, সকল নদী, খাল সংস্কার, ঘের নীতিমালা বাস্তবায়ন এবং উজানে নদী সংযোগ প্রদান করে স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, নাজিমউদ্দিন, শেখর বিশ্বাস, শিবপদ,ইলিয়াস প্রমুখ।