কোন কাজে আসছে না শার্শার কায়বার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

0

 

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা ইউজিডিপি প্রকল্পের আওতায় উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের শীতল সর্দারের বাড়ি সংলগ্ন নিরাপদ খাবার পানির জন্যে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়। ৫ লাখ ২ হাজার টাকা ব্যয়ে শার্শা এলজিইডির কারিগরি সহায়তায় প্রকল্পটি নির্মাণ করা হয়। কিন্তু অতিরিক্ত আয়রন থাকার কারণে তা পানি পানের একেবারেই অনুপযোগী। পানিতে আর্সেনিকের পরিমাণও অনেক বেশি।
অভিযোগ রয়েছে, ৫ লাখ টাকা ব্যয় ধরা হলেও নি¤œমানের লোহা, সিমেন্ট, বালি ও পানির ট্যাঙ্ক ব্যবহারের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
রুদ্রপুর গ্রামের খলিলুর রহমান জানান,সীমান্ত এলাকায় বাড়ি হওয়ায় নিরাপদ পানি পাওয়া তাদের জন্যে খুব কষ্টকর।ইউজিডিপির আওতায় সরকার নিরাপদ পানি পেতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে গত স্বৈরাচার সরকারের আমলে। কিন্তু তা কোন কাজেই আসছে না।
শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল হক জানান,এ বিষয়ে আমার কিছু জানা নেই। না জেনে কোন বক্তব্য দেওয়া ঠিক না।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান জানান, এ ব্যাপারে উপজেলা প্রকল্প অফিসারকে ব্যবস্থা নিতে বলা হবে।