বাঁকড়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার ঘোনার জয়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। কপোতাক্ষ ক্রীড়াচক্রের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঝিকরগাছার কুল্লা ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ। বুধবার বিকেল ৩টায় বাঁকড়া ডিগ্রি কলেজ মাঠে শুরু হওয়া খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। যা ৪-২ গোলের ব্যবধানে খেলা শেষ হয়। এর আগে খেলার উদ্বোধন করেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাপান প্রবাসী মো. কামরুজ্জামান ও মালয়েশিয়া প্রবাসী রাহাত আলী।