চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি কর্মী শওকতের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি কর্মী শওকত আলী (৩৫) মারা গেছেন। তিনি পুড়াপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ভাইপো বিএনপি কর্মী শওকত আলী। গত মঙ্গলবার বিকেলে তাকে ইউনিয়ন যুবলীগের সভাপতি মাদক হিসেবে কুখ্যাত কামাল মেম্বারের নেতৃত্বে ১০/১২ জন আওয়ামী সন্ত্রাসী লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। চৌগাছা থানার অফিসার ইনচাজ (ওসি) ইকবাল বাহার চৌধুরী হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের চাচা মিজানুর রহমান বাদী হয়ে গত মঙ্গলবার একটি মামলা করেন। ওই মামলাকে বুধবার হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।