শালিখার ইকোপার্কে ১২০০ তালের চারা রোপন করলেন ইউএনও

0

লোকসমাজ ডেস্ক॥ মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ইকোপার্কে বজ্রপাত নিরোধে ১২০০ শ তালের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহকুমা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার ১৭ অক্টোবর বেলা ১১টায় শালিখা উপজেলা পরিষদ ইকোপার্কে তালের চারা রোপন এর শুভ উদ্বোধন করা হয়৷

এসময় তিনি বলেন, বজ্রপাত নিরোধে তাল গাছ সহায়ক হিসাবে কাজ করে। জলবায়ূ পরিবর্তনের ফলে বজ্রপাতের সময় কাল পূর্বের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। এ জন্য প্রতিনিয়ত বজ্রপাতে প্রান হারাচ্ছে যুবক বৃদ্ধ সহ সব বয়সের মানুষ। তাই বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল গাছ রোপনের বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়, প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, মহকুমা কল্যাণ সংস্থার পক্ষে অনিক, আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, ছাত্র জনতার পক্ষে ফারদিন হাসান সুমন, ফিরোজ হোসেন মৃধা সহ ডিবি সমাজ কল্যাণ সংস্থা ও আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ৷