যশোরে দেড় হাজার পিস ইয়াবা ও আড়াইশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডিবি পুলিশ ও র‌্যাবের আলাদা অভিযানে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও আড়াইশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এসআই মো. শাহিনুর রহমান ফোর্স নিয়ে যশোর শহরের মণিহার মোড়ের স্মৃতিসৌধের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকরা হলেন, সদর উপজেলার বোয়ালদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে পিয়াল হুসাইন (২১) ও চৌগাছা উপজেলার চুটারুদা গ্রামের মশিয়ার রহমানের ছেলে তৌনিক (২১)।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এসআই সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানো বাসস্ট্যান্ড এলাকার মেসার্স চয়নিকা পেট্রোল পাম্পের সামনে অভিযান চালান। এ সময় তিনি ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রুহুল আমিন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক রুহুল আমিন সদর উপজেলার খোলাডাঙ্গা গনিপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।